সিলেটের দপগুল এলাকায় এম/এস ভাই ভাই স্টোন ক্রাশার অফিসে হামলার শিকার হন স্থানীয় যুবক ও ব্যবসায়ী জুনেদ আহমেদ (৩১)। হামলায় তিনি গুরুতর আহত হয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে দপগুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এক প্রভাবশালী ব্যবসায়ী আজিজের সঙ্গে বড় ভাই আব্দুস শাহিদের যৌথ বিনিয়োগে লোকসানের পর অর্থ ফেরতের চাপ বাড়তে থাকে। মূলত ওই বিনিয়োগ বিতর্ককে কেন্দ্র করেই ছাত্রলীগ নেতাদের মাধ্যমে জুনেদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসে ঢুকে জুনেদকে পিটিয়ে রক্তাক্ত করেন এবং অফিস থেকে ৫ লাখ টাকা লুট করেন।
এর আগে, ১০ মার্চ প্রভাবশালী মহলের লোকজন শাহিদকে অপহরণ করে মারধর করে এবং মে মাসের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে ৭ মে তার স্ত্রীকেও রাস্তায় হেনস্তা ও হুমকি দেওয়া হয়।
তবে ঘটনার পরপরই পরিবার থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার বিচার দাবি করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিনের সঙ্গে প্রতিবেদকে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।