ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার ছবি তোলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফেঞ্চুগঞ্জ নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার ইশতিয়াক জিন্দানি রিশাত হামলায় গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনেদ আহমদের অনুসারী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কয়েকটি ভোট কক্ষে ডুকে অবৈধভাবে ব্যালটে সীল মেরে বাক্সে ফেলে দেন। ভোট কেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার চিত্র তা ক্যামেরা দিয়ে ছবি তুলেন ও ভিডিও ধারণ করেন রিশাত। এক পর্যায়ে রিশাতের পিছন দিক থেকে আসা কয়েকজন যুবক তাকে টেনেহিঁচড়ে বারান্দার বাইরে নিয়ে এসে মারধর করেন এবং তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলেন। উপস্থিত ভোটাররা আতঙ্কিত হয়ে ভোটকেন্দ্রের বাইরে চলে যান। রিশাতের চিৎকার শুনে সাথে থাকা সহকর্মী ও আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
ইশতিয়াক জিন্দানি রিশাত জানান, আমাকে মারধর করা হয়েছে। আমার মোবাইল ফোন ও ক্যামেরা ভেঙে ফেলেছে হামলাকারীরা। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুনেদের কর্মীরা আমার ওপর হামলা করেছেন। এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব।
হামলার সময় ভোটকেন্দ্রে আতংক ছড়িয়ে পড়ে। কেন্দ্রে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী এ সময় নীরব ভূমিকা পালন করে বলে সাংবাদিক রিশাত জানিয়েছেন।