ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. ধর্ম
  15. নির্বাচন

অবৈধভাবে ভোট দেওয়ার ছবি তোলায় সাংবাদিক রিশাতের ওপর হামলা, ক্যামেরা ভাংচুর

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৭, ২০২৩ ২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার ছবি তোলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফেঞ্চুগঞ্জ নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার ইশতিয়াক জিন্দানি রিশাত হামলায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনেদ আহমদের অনুসারী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কয়েকটি ভোট কক্ষে ডুকে অবৈধভাবে ব্যালটে সীল মেরে বাক্সে ফেলে দেন। ভোট কেন্দ্রে অবৈধভাবে ভোট দেওয়ার চিত্র তা ক্যামেরা দিয়ে ছবি তুলেন ও ভিডিও ধারণ করেন রিশাত। এক পর্যায়ে রিশাতের পিছন দিক থেকে আসা কয়েকজন যুবক তাকে টেনেহিঁচড়ে বারান্দার বাইরে নিয়ে এসে মারধর করেন এবং তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলেন। উপস্থিত ভোটাররা আতঙ্কিত হয়ে ভোটকেন্দ্রের বাইরে চলে যান। রিশাতের চিৎকার শুনে সাথে থাকা সহকর্মী ও আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

ইশতিয়াক জিন্দানি রিশাত জানান, আমাকে মারধর করা হয়েছে। আমার মোবাইল ফোন ও ক্যামেরা ভেঙে ফেলেছে হামলাকারীরা। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুনেদের কর্মীরা আমার ওপর হামলা করেছেন। এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব।

হামলার সময় ভোটকেন্দ্রে আতংক ছড়িয়ে পড়ে। কেন্দ্রে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী এ সময় নীরব ভূমিকা পালন করে বলে সাংবাদিক রিশাত জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: