ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

ডেস্ক রিপোর্ট
জুন ১১, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। আবার কেউ কেউ ঢাকা ছাড়ছেন। বুধবার ট্রেন ও লঞ্চ প্রতিটি গণপরিবহনেই যাত্রী বোঝাই করে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।

যাত্রীর চাপ বাড়লেও যানবাহনগুলোতে দুর্ভোগ নেই। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক ছিল। 

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এক যাত্রী বগুড়া থেকে নামার পর বলেন, ভাবছিলাম যাওয়ার সময় যেমন ভোগান্তি হয়েছিল, ফেরার সময় হয়তো তার কিছুটা হলেও কম হবে। কিন্তু সব কিছু খুব স্বাভাবিক ছিল।

এমনকি আমাদের বাসটা নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসে গেছে। পুরো পথে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। মাত্র চার ঘণ্টায় ঢাকায় পৌঁছালাম। ভালো লাগছে কারণ কোন যানজট পাইনি।
 

রফিকুল আমিন নামে বেসরকারি এক চাকরিজীবী বলেন, ঈদের আগে গত ৪ জুন বাড়ি গিয়েছিলাম। ঈদ শেষে আজ (বুধবার) ভোরে নাটোর থেকে রওনা দিয়ে সাড়ে চার ঘণ্টায় পৌঁছেছি।

গাবতলী বাসস্ট্যান্ডে এক পরিবহনের চালক জানান, যশোর থেকে সকাল ৬টায় রওনা দিয়ে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছালাম। মহাসড়কের কোথাও কোন যানজট নেই।

অন্যদিকে, যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি।

তাদের আজও লঞ্চঘাট এবং রেলস্টেশনে রাজধানী ছাড়তে দেখা গেছে। 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: