আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।
বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে (সাবেক বঙ্গবন্ধু স্টেডিয়াম) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জেতে ২-০ গোলে।
বাংলাদেশের পক্ষে গোল করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে হেডে গোল করেন হামজা চৌধুরী।
ইংল্যান্ডে জন্ম নেওয়া সিলেট বিভাগের হবিগঞ্জে হামজা চৌধুরীর বাড়ি। তিনি লেস্টার সিটির হয়ে লিগে ৯১ ম্যাচ খেলেছেন তিনি। ভুটানের বিপক্ষে এই ম্যাচ ছিল বাংলাদেশের জার্সিতে তার মাত্র দ্বিতীয় ম্যাচ, আর তাতেই ইতিহাস লিখলেন হামজা!
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দূরপাল্লার এক শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ সোহেল রানা।