সিলেটের দপগুল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী আব্দুস শাহিদের স্ত্রীর ফাহমিদা জান্নাত ওপর ছাত্রলীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীরা চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় শাহিদ ও তার ভাই জুনেদ আহমেদ আত্মগোপনে ছিলেন। অফিসে একা ছিলেন ফাহমিদা। হঠাৎ ৭-৮ জন যুবক প্রবেশ করে তার স্বামী ও দেবরের অবস্থান জানতে চায়। তিনি কিছু জানেন না বললে তাকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। হামলাকারীরা হুমকি দেয়, টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে।
আহত অবস্থায় ফাহমিদাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের পক্ষ থেকে ১৮ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি মামলা করা হয়েছে, যেখানে ছাত্রলীগ নেতাদেরও অভিযুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
পরিবার বলছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা চাপা দেওয়ার চেষ্টা চলছে। তারা নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।